ছিনতাইকারী সন্দেহে ধাওয়া, নিকেতন লেকে যুবকের মৃত্যু

রাজধানীর গুলশানের নিকেতনের পার্কসংলগ্ন লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. জালাল (২১)। তিনি মহাখালীর সাততালা বস্তিতে থাকতেন।তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, রাতে ছিনতাইকারী সন্দেহে এলাকার নিরাপত্তাকর্মীরা তিন যুবককে ধাওয়া দেন। তাঁরা এ সময় ধাওয়া খেয়ে পাশের নিকেতন লেকে ঝাঁপ দেন।
এ সময় জালাল নামের যুবক পানিতে ডুবে যান।অন্যরা সাঁতরে পালিয়ে যান। জালালকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।