ছিনতাইয়ের ৭০ লাখ টাকা উদ্ধার, আটক ২

সিলেট : সিলেট মহানগরীর কাজীটুলা এলাকা থেকে ইউনিলিভার কোম্পানির ছিনতাই হওয়া ৭০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় নগরীর বালচুর এলাকা থেকে টাকা উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, রোববার দুপুরে ইউনিলিভার কোম্পানির ৭০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই হয়। এরপর থেকেই পুলিশ পুরো নগরীতে সর্বোচ্চ নজরদারি ও অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে নগরীর বালুচর এলাকা থেকে টাকা উদ্ধার ও দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- নগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের মাসুক মিয়ার ছেলে আনুর হক ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের চানপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদ।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন রহমত উল্লাহ।

প্রসঙ্গত, এর আগে রোববার দুপুরে সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার ইউনিলিভার কোম্পানির ডিপো অফিস থেকে প্রাইভেটকারযোগে (সিলেট-খ-১১-০১৬৯) দুজন হিসাবরক্ষক ৭০ লাখ টাকা নিয়ে জিন্দাবাজার এক্সিম ব্যাংকের শাখায় জমা দিতে যাচ্ছিলেন। কাজীটুলা এলাকায় পৌঁছার পর চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাযোগে একদল ছিনতাইকারী প্রাইভেটকারের গতিরোধ করে। ছিনতাইকারীরা গাড়ি ভাঙচুর করে অস্ত্রের মুখে ওই টাকা নিয়ে পালিয়ে যায়।