ছিন্নমুল অসহায় মানুষের পাশে ডোমার থানা পুলিশ

আল-আমিন,নীলফামারী: নীলফামারীর ডোমারে বিভিন্ন হাট-বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী ও ছিন্নমুল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে পুলিশ।  মধ্যরাতে ডোমার থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।  
এসময় ডোমার-ডিমলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আবদুল্লাহ্, ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ওসি মাহমুদ উন নবী বলেন, রাতে বিভিন্ন এলাকায় ঘুরলে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর অবস্থা উপলদ্ধি করা যায়। তাই আমাদের এসপি স্যারের নির্দেশনা মোতাবেক অসহায় সম্বলহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও স্যারের নির্দেশনা অনুযায়ী নৈশ প্রহরীদের অধিক মনোযোগের সাথে নিজ দায়িত্ব পালন করতে উৎসাহ দিতে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজেও সর্বদা নিয়োজিত পুলিশ। এই কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।’