
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরের হালিশহর থানার এক্সেস রোডে ছুরিকাঘাতে মো. কাউসার (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম হালিশহর থানার সেকেন্ড অফিসার এসআই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনায় জড়িত শহীদকে আটক করা হয়েছে। আটক শহীদ সবজি বিক্রেতা বলেও জানান তিনি।
এসআই বলেন, ছোট বোনকে রাস্তায় দাঁড়িয়ে শহীদের সঙ্গে কথা বলতে দেখেন কাউসার। এ নিয়ে কাউসার তার বোনকে মারধর করে, শহীদকেও গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ তাকে (কাউসার) ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত কাউসারকে রাত সাড়ে ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। রাত সোয়া ১১টার দিকে চমেক হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে। সে ভাঙারির দোকানে কাজ করত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এস আই আশরাফুল।
আটক শহীদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।