
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে জামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মো. আলমগীরকে (৩২) আটক করেছে।
বাকলিয়া থানার এস আই জিয়াউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাসের চুলা নিয়ে কলোনির প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে জামাল উদ্দিনকে ছুরিকাঘাত করে আলমগীর। পরে জামালকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় আলমগীরকে আটক করা হয়।