
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিসবাহ উদ্দিন (২০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মিসবাহ উদ্দিন নগরীর মজুমদারী এলাকার রহমত উল্লাহর ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায়।
নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, শনিবার রাত ৮টার দিকে জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনে কয়েকজন অজ্ঞাতনামা যুবক মিসবাহকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা মিসবাহকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।