
এস.এম.নাহিদ : বাজারে প্রতিদিন যে ৫, ১০ এবং ২০ টাকার নোটের লেনদেন হয়, তা কি শুধুই অর্থপ্রদান? না,এর সঙ্গে সঙ্গে অজস্র জীবাণু, ব্যাকটেরিয়া আর সংক্রামক রোগও ঘুরে বেড়াচ্ছে মানুষের হাতে হাতে। রাজধানীসহ দেশের প্রায় সব বাজারেই এখন ছেঁড়া, দুর্গন্ধযুক্ত, বিবর্ণ নোটে সয়লাব। এই নোট শুধু লেনদেনের উপযোগিতা হারায়নি, হয়ে উঠেছে একেকটি স্বাস্থ্যঝুঁকির উৎস।
বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঘোর উদাসীনতা যেন জনগণকে ঠেলে দিচ্ছে নীরব এক সংক্রামক মৃত্যুর দিকে। প্রতিদিন শত শত মানুষ এই নোট হাতে নিচ্ছে,খাবার কিনছে, শিশুদের দিচ্ছে, বাচ্চারা সেটা মুখে দিচ্ছে।কিন্তু কেউ ভাবছে না এই নোটগুলোর গায়ে লেগে থাকা জীবাণুদের কথা।
অনুসন্ধানে দেখা যায়, বিশেষ করে মাছ, মাংস, সবজি ও খোলা বাজারে বিক্রেতারা পুরোনো নোট জমিয়ে রেখে সেগুলো চালাচ্ছেন লেনদেনে। কারণ ব্যাংকে জমা দিতে ঝামেলা, আর নতুন নোট পাওয়া প্রায় অসম্ভব। ফলে ছেঁড়া, লেপ্টে থাকা, সেলোটেপ মারা নোটই এখনকার চলতি বাজারমুদ্রা।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে – ময়লা নোটে স্ট্যাফিলোকক্কাস, ই-কোলাই, সালমোনেলা প্রজাতির জীবাণু সহজেই বাসা বাঁধে, যা শিশু, বৃদ্ধ ও রোগীদের জন্য মারাত্মক বিপজ্জনক। এমনকি ভাইরাল সংক্রমণের একমাত্র মাধ্যমও হতে পারে এই ছেঁড়া মুদ্রাগুলো।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ছেঁড়া নোট ব্যাংকে জমা দিয়ে পরিবর্তন করা সম্ভব। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ সেই সুযোগ পায় না। ব্যাংকের কাউন্টার থেকে ঘুরিয়ে দেওয়া হয়,নোটটি বেশি নষ্ট কিংবা চলবে না,এই অজুহাতে। তাহলে প্রশ্ন জাগে, কেন নিয়ম আছে, যদি তার বাস্তবায়ন না হয়? টাকা কেবল লেনদেনের মাধ্যম নয়, জনস্বাস্থ্যের স্পর্শকাতর এক উপাদান। ছেঁড়া-নোংরা নোটের মাধ্যমে পুরো জাতিকে রোগবাহী এক অর্থনীতির দিকে ঠেলে দেওয়া কোনো দায়িত্বশীল রাষ্ট্রের পরিচয় হতে পারে না।