ছেলেকে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন বুবলী

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি। মহান বিজয় দিবস, বাঙালির গৌরবের দিন। এদিন সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করেন। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিজয় দিবস উপযাপনের ছবি শেয়ার করেছেন।

অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বিজয়ের সাজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশুট করেছেন।

ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সব বীর শহীদদের প্রতি।’ ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে লাল সবুজের পতাকা হাতে ছেলে শেহজাদের পাশে রয়েছেন বুবলী।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।

এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।