
বিনোদন ডেস্ক : গত মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ‘রইস’ সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের ছবি ঘিরে তৈরি হয় নতুন গুঞ্জন। হঠাৎ এ দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় শুরু হয় নানা জল্পনা। গুঞ্জন উঠে, প্রেম করছেন এ দুই অভিনয়শিল্পী।
এরপর বিষয়টি নিয়ে কথা বলেন, রণবীর কাপুর ও তার বাবা ঋষি কাপুরও। রণবীর জানান, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে যা বলা হচ্ছে তা অন্যায়। এছাড়াও কথা বলেন, আলী জাফর, মাওরা হকেন, বরুণ ধাওয়ান ও তাপসী পান্নুর মতো তারকারা।
তবে রণবীর-মাহিরাকে ঘিরে উঠা গুঞ্জন থামছেই না। চলছে জোর জল্পনা। তাই বিষয়টি নিয়ে আবারো মুখ খুলেছেন ঋষি কাপুর। তার ছেলের পাশে আছেন জানিয়ে এক টুইট বার্তায় ঋষি লিখেন, ‘রণবীর সৎ। সে সততার সঙ্গে কথা বলেছে। অথচ মিডিয়া বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। তোমার চিন্তার কিছু নেই আমি তোমার সঙ্গে আছি।’