
চিত্রনায়িকা মৌসুমী সহ ছেলে ও ছেলের বৌ অসুস্থ হয়ে পড়েছেন। তবে তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয়টি এখনও জানা যায় নি। তবে করোনাভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানি জানান, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ। সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।’
সম্প্রতি বেশ আয়োজন করে ছেলের বিয়ে দিয়েছেন ওমর সানি ও মৌসুমী। নববধূ ঘরে আসার পরই এমন দুঃসংবাদ দিলেন এই অভিনেতা।
দেশের শোবিজ অঙ্গনের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।