ছোটদের জন্য উপহারের দিন

নিউজ ডেস্ক : প্রতি বছর ক্রিসমাসের আগে সাদা চুল ও দাড়িসহ হাসিখুশি বুড়ো লোকদের ছোট বাচ্চাদের জন্য নানা ধরনের উপহার নিয়ে আসতে দেখা যায়। তিনি সান্তাক্লস নামেই পরিচিত।

পশ্চিমা দেশগুলোতে ক্রিসমাসের আগে সান্তাক্লসের উপস্থিতি দেখা যায় সব জায়গায়। তারা অর্থ সংগ্রহ করে গরীব, দুঃখীদের সহায়তায় এগিয়ে আসেন। আর কয়েকদিন পরই ক্রিসমাস। তাই দিনটিকে সামনে রেখে স্পেন ও কসোভোতে এবার হয়ে গেল এক হাজারেরও বেশি সান্তাক্লসের দৌড় প্রতিযোগিতা। স্পেনের মাদ্রিদে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রায় ১০ হাজার ছোট বড় মানুষ সান্তাক্লসের পোশাক পরে মাদ্রিদের সবচেয়ে বড় সড়ক কেস্টেলেনা রোডে ৬ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। ইউরোপের অন্যতম বড় ডিপার্টমেন্টাল স্টোর এল কোর্টে ইংলেস এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। মস্তিষ্কের রোগ নিরাময় কেন্দ্র স্পেনের মাল্টিপল স্কে¬রোসিস সোসাইটির জন্য অর্থ সংগ্রহ করা হয় এই দৌড় প্রতিযোগিতার মাধ্যমে। অন্যদিকে, কসোভোর ইতিহাসে প্রথমবারের মতো হয়ে গেলো সান্তাক্লসদের দৌড় প্রতিযোগিতা। ৩৮০ জনের মতো বিভিন্ন বয়সি মানুষ এই দৌড়ে অংশ নেয়। তীব্র শীতে অসহায়দের সহায়তার লক্ষ্যে অর্থ সংগ্রহ করা হয় এর মাধ্যমে।

ভিডিও :