
বিনোদন ডেস্কঃ সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব দুর্গা পূজা। পূজাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের সকলের রয়েছে দারুন উৎসাহ। আর সেই সম্পর্কে নানা রকম তথ্য দিলেন ঐন্দ্রিলা। টালিউডের মিষ্টি অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। খুব অল্প সময়ে অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন দর্শক মন।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, পূজা নিয়ে এবার তার কোনো পরিকল্পনা নেই। কারণ পূজার ঠিক দুদিন পর তার নতুন সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। আর তাইতো এবার পূজায় ডায়েট আর শরীরচর্চা নিয়ে থাকবেন তিনি। সুযোগ পেলে অঙ্কুশ এবং পরিবারের সদস্যদের সঙ্গে রাতের বেলা ঠাকুর দেখতে যাবেন।
ঐন্দ্রিলা আরো বলেন, ‘এখন আর আগের মতো ঠাকুর দেখতে যাওয়া হয় না। অনেক রাত করে বের হই কাছের বন্ধুদের সাথে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ, ভক্তরা চায় আমাদের কাছে আসতে, দেখা করে ছবি তুলতে। এতে করে ভিড় বেড়ে যায়। পূজা কমিটির সদস্যরা বিপদে পড়ে যায়।’
নায়িকা জানান, ছোটবেলার আর বড়বেলার পূজা একদমই আলাদা। ঐন্দ্রিলার ভাষায়, ছোটবেলায় অনেক হইহুল্লোড় করে কাটাতাম। সময় বাচানোর জন্য সামনের দরজা দিয়ে না গিয়ে বাড়ির প্রাচীর টপকে চলে যেতাম চাঁদা তুলতে। পূজার প্যান্ডেলের কাজে যুক্ত থাকতাম। এমনকি ঠাকুরের প্রসাদ এ বিলিও করেছি। বড়বেলায় এসে ছোটবেলার পূজাকে মিস করি অনেক’।
প্রতিবার পূজায় কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া করেন এ নায়িকা। বিরিয়ানী থেকে স্ট্রিটফুড বাদ দেননি কিছুই। তবে এবার এসব কিছুই হবে না। কারণ, নতুন সিনেমার জন্য শরীরের বাড়তিমেদ ঝড়াচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে ঐন্দ্রিলা আরো জানান, ছোটবেলায় পূজার প্রেম বলতে তেমন কোনো স্মৃতি নেই। তবে এলাকার দাদা-দিদিদের প্রেমের সেটিং করিয়েছেন অনেক।
বর্তমানে চুটিয়ে প্রেম করছেন টালিউড সুপারস্টার অঙ্কুশ হাজরার সাথে। পূজায় মুক্তি পাবে অংকুশ-ঐন্দ্রিলা অভিনীত সিনেমা ‘এফআইআর’। এর আগে এই লাভ বার্ডদের এক সাথে শেষ দেখা গিয়েছিল রাজা চন্দের ‘ম্যাজিক’ সিনেমায়।