আন্তর্জাতিক ডেস্ক : ছোট্ট মেয়ে বাবার কাছ থেকে পড়াশোনা শিখতে পারে, গল্প-রূপকথা শুনতে পারে। তাই বলে মানুষের প্রাণ নিতে বাবার কাছে অস্ত্র প্রশিক্ষণ!
কোনো বাবা কি তার এতটুকু মেয়ের হাতে বইয়ের বদলে একে-৪৭ তুলে দিতে পারেন? সেখানেই ক্ষান্ত নন তিনি, মেয়েকে দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়াও শেখাচ্ছেন!
বৃহস্পতিবার জি নিউজের এক খবরে বলা হয়েছে, এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সেখানে কথিত বাবাকে ভর্ৎসনা করছেন অনেকে।
ভিডিওতে দেখে নেওয়া যাক, মেয়েকে বাবা কি শেখাচ্ছেন-
https://youtu.be/WMpWJU9UAHE