ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পলাতক বড় ভাই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গন গ্রামে পরোকিয়ায় আসক্ত হয়ে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছে বড় ভাই। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্তের নাম যাচ্চু সরদার। সে মাদারীপুর সদর থানার ধুরাইল ইউনিয়নের সামসুদ্দিন সরদারের ছেলে। গত নভেম্বরের ২০ তারিখ যাচ্চু সরদার তার ছোট ভাই পান্নু সরদারের স্ত্রী মাহিনুর আক্তারকে নিয়ে পালিয়েছেন।

প্রবাসী পান্নু সরদার স্ত্রী সন্তান রেখে সৌদিতে ছিলেন অনেক বছর,তারপর ইতালিতে পাড়ি জমান ৫ বছর হয়, এরই মাঝে তারই বড় ভাই যাচ্ছু সরদার সুপরিকল্পিতভাবে ছোট ভাইয়ের ঘর সংসার তছনছ করার জন্য পরকীয়া লিপ্ত হন এবং তার জায়গা জমিন দখল করার চেষ্টা করেন , পান্নু সরদার প্রবাসে থাকায় তারা দুজন সুযোগ পায়, এলাকা বাসী যাচ্ছু সরদার কে নিষেধ করলে, পান্নু সরকারের স্ত্রীকে ফুসলিয়ে প্রলভন দেখিয়ে স্বর্নলংকার নগদ ৪-৫ লক্ষ টাকা নিয়ে ঢাকা চলে যায়,স্থানীয় সূএে জানাযায় যাচ্ছু সরদারের ঢাকায় টুঙ্গীতে খাঁ পাড়া একটি বাড়ি আছে, সেখানে তার স্ত্রী ও দুটি সন্তান আছে।

এই বিষয়ে যাচ্চু সরদারের স্ত্রী জানতে পেরে বলেন; আমার ১২ বছরের সংসার আমার দুইটা সন্তান আছে, কেন সে পরকীয়া লিপ্ত হল, এক পর্যায় আমার সাথে অনেক খারাপ আচরণ করে, অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে মেরে ফেলার ভয়ভীতি দেখায়, যাচ্ছু সরদার একজন প্রতারক সে বিদেশে লোক পাঠানো কথা বলে মহিলাদের কে বাসায় এনে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়ে ওঠে, এগুলো আমার চোখে পড়লে, আমি প্রতিবাদ করায় আমাকে মারপিট করত এবং হুমকি দিয়ে বলত তোকে এসিড দিয়ে জ্বালিয়ে দিব, আমি ভয়ে আমার দুই সন্তান নিয়ে বাবার বাডী গাজীপুরের কাপাসিয়া চলে আসি, পরবর্তীতে আমি আইনের আশ্রয় নিয়ে টুঙ্গি পশ্চিম থানায় অভিযোগ দায়ের করি, কিন্তু পুলিশ তাকে ধরে না, দুটি মামলা চলমান আছে, আমি এই প্রতারক যাচ্ছু সরদার আমার স্বামী নামে কলংক আমি দেশ বাসীর নিকট বিচার চাই, ওর যেন কঠিন শাস্তি হয়।

এ বিষয়ে এলাকাবাসী জানান; যাচ্ছু সরদারের ভাই, চান মিয়া সরদার বলেন ধুরাইল ইউনিয়ন পরিষদের উদ্দোক্তা মানিক মিয়া বলেন

এ বিষয়ে ধূরাইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন এ বিষয়টি আমি জানতে পেয়ে যাচ্ছু সরদারকে বলেছি, তোমার স্ত্রী সন্তান আছে, তার পর তুমি ছোট ভাইর স্ত্রী কে নিয়ে ঢাকা পলিয়ে একসাথে থাকতেছো কাজটি জগন্ন খারাপ হইয়েছে।

প্রবাসী পান্নু সরদার বলেন আমার সৎ ভাই কুলাঙ্গার যাচ্চু সরদার আমার স্ত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে ঢাকা পালিয়ে যায়, আমার একটি কণ্য সন্তান আছে আয়শা আক্তার ক্লাস ফাইভে পড়ে, ওকে লালন পালন নিয়ে আমি দুচিন্তায় আছি, আমার পৃথিবীতে কেউ নাই বাবা মা আত্নীয় সজন, যাচ্ছু আমার সত ভাই ছিল, ভাই হয়ে ভাইয়ের এত বড় ক্ষতি কিভাবে মানুষ করতে পারে সে বিভিন্ন সময় আমাকে হত্যার এবং আমার জমি বাড়ীঘর দখল করার জন্য আমাকে হুমকি দেয় অকথ্য ভাষায় গালাগালি করে। আমি একজন প্রবাসী হয়ে দেশবাসীর নিকট বিচার চাই।