ছোট যানবাহন দেশের বিভিন্নস্থানে অবৈধভাবেই চলাচল করে

সংসদ প্রতিবেদক : ব্যাটারিচালিত ইজিবাইক ও ছোট যানবাহন দেশের বিভিন্নস্থানে অবৈধভাবেই চলাচল করে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ব্যাটারি চালিত যানবাহন মোটর যান নয় বলে বিআরটিএ থেকে কোন রেজিস্ট্রেশন দেয়া হয় না। এগুলো অবৈধভাবে রাস্তায় চলাচল করে। আইন প্রয়োগকারী সংস্থা এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

বেগম লুৎফা তাহেরের অপর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত ইজিবাইক এবং ছোট যানবাহন মোটরযানের সংজ্ঞায় অন্তর্ভুক্ত নয় বলে এসব নিয়ন্ত্রণে বিআরটিএ’র কোন সম্পৃক্ততা নেই। ১ আগস্ট ২০১৫ সাল থেকে সড়ক নিরাপত্তা বিধানে সকল জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার অটোরিক্সা/অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ লক্ষ্যে ২৭ জুলাই ২০১৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি হাইকোর্ট বিভাগ একই নির্দেশনা দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন করতে পারেন।’

সেলিম উদ্দিনের (সিলেট-৫) অপর প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, ‘বিআরটিসি একটি সেবামূলক রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। নানা প্রতিকূলতা সত্ত্বেও বিআরটিসি বর্তমানে অপারেটিং লাভেই পরিচালিত হচ্ছে।’