ছয় মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক

অর্থনৈতিক প্রতিবেদক : সদ্য সমাপ্ত ২০১৬ সালের ডিসেম্বর মাসে রপ্তানি আয় কমেছে। তবে সার্বিকভাবে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় বেড়েছে। এই সময়ের আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার রপ্তানি আয়ের এ হিসাব প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, গত ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ। এ মাসে আয় হয়েছে প্রায় ৩১১ কোটি মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ কোটি ডলার কম।

তবে সার্বিকভাবে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক, অর্থাৎ আয় বেড়েছে। এ সময়ে আয় হয়েছে প্রায় ১ হাজার ৬৮০ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪৪ শতাংশ বেশি। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১ হাজার ৬০৮ কোটি ডলার।

অবশ্য আলোচ্য সময়ের এ রপ্তানি আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ কম। এ সময় আয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ হাজার ৭৩৭ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৫৭ কোটি ডলার।

দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। সদ্য বিদায় নেওয়া বছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি করে আয় হয়েছে প্রায় ১ হাজার ৩৭১ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৭ শতাংশ বেশি।

বড় খাতের মধ্যে আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে হিমায়িত মাছ, তামাক, পেট্রোলিয়ামের উপজাত, বাইসাইকেল ইত্যাদি পণ্যের রপ্তানি আয় কমে গেছে।