জকিগঞ্জে ২৫০ বস্তা অবৈধ  ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি গ্রেফতার

আদনান চৌধুরী : সিলেট : ১২ জুলাই বুধবার :- রাতে  সিলেট রেঞ্জের বিশেষ অভিযান চলাকালে  অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার জাহিদ এর দিক নির্দেশনায় সিলেটর জকিগঞ্জে বাংলাদেশি একটি কোম্পানির মোড়কে ভারতীয় ২৫০বস্তা চিনির চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

এসময় চোরাচালান চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ ৷

আটককৃতরা হলো নাটোর সদর থানাধীন হুগলবাড়ীয়া এলাকার  মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ ফিরোজ হোসেন (৪০) ও বড়লেখা থানাধীন হাটবন গ্রামের  মৃত আলতাব আলীর ছেলে মোঃ জালাল মিয়া (২৮)।

(১২ জুলাই) বুধবার এস আই/ সাইফুল ইসলাম ও এর নেতৃত্বে  ফোর্সসহ রাত্রিকালীন রনপাহারা  ডিউটি(স্পেশাল-৭) করাকালে গোপন সংবাদের ভিত্তিতে  অত্র জকিগঞ্জ থানাধীন  ১ নং বারহাল ইউনিয়নের শাহগলি বাজারে অবস্থানকালে জানতে পারেন যে কানাইঘাট থানা এলাকায় ভারতীয় সীমান্ত হতে একটি ট্রাক ভর্তি ভারতীয় চিনি অবৈধভাবে পরিবহন করে ঘাটের বাজার হয়ে মৌলভীবাজারের দিকে রওনা হয়েছে।
উক্ত সংবাদের বিষয় অফিসার ইনচার্জকে অবহিত করে তাহার নির্দেশেরমতে তাৎক্ষণিক ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানাধীন ১ নং বারহাল ইউনিয়নের ঘাটের বাজারস্থ তালুকদার কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিওর সামনে পাকা রাস্তার উপর  চেকপোস্ট পরিচালনা  করে একটি ট্রাক বোঝাই ২৫০(দুইশত পঞ্চাশ) বস্তায় মোট ১২,২০০/ কেজি ভারতীয় চিনি, ও বস্তার নিচে বিছানো অবস্থায় ১৮ টি ভারতীয় চিনির খালি বস্তাসহ ০২ চোরাকারবারী গ্রেফতার করেন।
এসময় ভারতের চিনিগুলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোম্পানি ফ্রেশ এর বস্তায় মোড়ানো ছিল।

অবৈধ ভারতীয় চিনি সহ দুইজন চোরাকারবারি মোঃ ফিরোজ হোসেন (৪০),পিতা -মৃত বেলাল হোসেন গ্রাম -,হুগলবাড়ীয়া, থানা- নাটোর সদর, জেলা-নাটোর , মোঃ জালাল মিয়া (২৮),পিতা- মৃত আলতাব আলী গ্রাম- হাটবন, থানা-বড়লেখা, জেলা – মৌলভীবাজার কে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিদ্বয় ভারতীয় চিনি আমদানির কোন বৈধ কাগজ পত্র বা রশিদ দেখাতে পারে নি। পুলিশ  পরিবহন কাজে ব্যাবহৃত ১ টি ট্রাক, ১৮ টি ভারতীয় চিনির খালি বস্তাসহ ফ্রেশ কোম্পানির বস্তায় মোড়ানো ২৫০ টি চিনির বস্তা জব্দ করে। বাংলাদেশের জনপ্রিয় ফ্রেশ কোম্পানির প্লাস্টিকের সাদা বস্তায় ভারতীয় চিনি পেকেট করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতো বলে চোরাচালান চক্রটির আটককৃত সদস্যরা স্বীকার করে।

উক্ত বিষয়ে জকিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে।
আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।