নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন? কিন্তু মানুষ পোড়ানোর সময় তো তিনি মায়াকান্না করেননি।’
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলের যৌথসভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ২০তম জাতীয় সম্মেলনের উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এ যৌথসভা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র ১০ ঘণ্টায় আমরা জঙ্গিদের দমন করতে পেরেছি। পৃথিবীর কোনো দেশ এরকম করতে পারে নাই। জঙ্গিরা জীবিত ধরা দেয় না, গুলি খায়, মারা যায়। জঙ্গিদের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন? মানুষ পোড়ানোর জন্য তো তিনি মায়াকান্না করেননি। খালেদা জঙ্গি দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মেরেছেন। এজন্যই তাদের জন্য তার কান্না।’
মানবতাবিরোধী অপরাধীর বিচারের রায় প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছে, মন্ত্রী বানিয়েছে, লাখো শহীদের রক্তে রাঙা পতাকা তাদের হাতে তুলে দিয়েছে, এরাই সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় যুদ্ধাপরাধী। এদেরও বিচার হওয়া উচিত।’