নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কল্যাণপুর, রূপনগর এবং নারায়ণগঞ্জে নিহত জঙ্গিদের লাশের ডিএনএ পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। সিআইডির কাছ থেকে এ ব্যাপারে কোন প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে আসেনি।
তদন্তের স্বার্থে লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা বলছেন।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিদের সবার নাম-পরিচয় পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার জন্য জঙ্গিদের মৃতদেহ থেকে নমুনা এবং তাদের স্বজনদের দেহ থেকে নমুনা নেওয়া হয়েছে। সিআইডি ল্যাবে এই নমুনা পরীক্ষা এখনো চলছে।’
উল্লেখ্য, ২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৯ জঙ্গি, নারায়ণগঞ্জে জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ ৩ জন এবং সর্বশেষ গত শুক্রবার মিরপুরের রূপনগরে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান জাহিদুল ইসলাম নিহত হয়।’