নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের নেটওয়ার্ক জানতে পেরেছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
তিনি বলেছেন, ‘জঙ্গিদের নেটওয়ার্ক আমরা জানতে পেরেছি। এদেশে বাইরের কোনো জঙ্গি সংগঠন নেই। যা আছে তা এদেশেরই সৃষ্টি।’
বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গিবাদ শুধু এদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। তবে দেশে জঙ্গিদের তৎপরতা রোধে পুলিশ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জঙ্গিদের দমন করা গেছে। তাদের কীভাবে নির্মূল করা যায় সেজন্য সরকারের সবগুলো সংস্থা কাজ করছে।’
শহীদুল হক বলেন, ‘এদেশের জঙ্গিরা বিভিন্ন ব্লগার হত্যা, হলি আর্টিজান, শোলাকিয়াসহ আরো বেশ কিছু জঙ্গি হামলা করেছে। এসব ঘটনার তদন্ত করতে গিয়ে নানা তথ্য পাওয়া গেছে। অনেক জঙ্গি গ্রেপ্তারও হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে জঙ্গিবাদের শুরু কোথা থেকে হয়েছে, কারা এর নিয়ন্ত্রক, তাদের উদ্দশ্য কী তার সব কিছুই বেরিয়ে এসেছে। এখন চলছে জঙ্গি নির্মূল প্রক্রিয়া।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘পাকিস্তানকে এ সম্মেলনে অংশ গ্রহণ করার জন্য জানানো হয়। কিন্তু তারা আসেনি। এ ছাড়া অন্য দেশগুলো সম্মেলনে যোগদান করতে সম্মতি প্রকাশ করেছে।’