নিজস্ব প্রতিবেদক : জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘জঙ্গিদের শেকড় উপড়ে ফেলা হবে। এ দেশকে কোনো দিন আফগানিস্তান হতে দেওয়া হবে না।’
আজ রোববার রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিবাদবিরোধী নানা প্রচারণা অব্যাহত আছে। যতদিন জঙ্গিবাদ শেষ না হবে, ততদিন এ প্রচারণা থাকবে। প্রচারণার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানও অব্যাহত থাকবে। দেশের জনগণ জঙ্গি নির্মূলে এগিয়ে এসেছে। এ কারণে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। জঙ্গিবাদকে কোনো সময়ই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একটি মহল জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। তারা গোপনে জঙ্গিদের অর্থ-অস্ত্র দিচ্ছে। তাদের ষড়যন্ত্র আইন-শৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে। জঙ্গিবাদের সঙ্গে যেই জড়িত থাকবে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’