নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিন (বিএএসএম)- এর উদ্যোগে জঙ্গিবাদবিরোধী র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগে র্যালি শেষে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত স্থায়ী হয়। এতে নেতৃত্ব দেন বিএএসএম-এর সভাপতি ও বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি সঞ্চালন করেন বিএএসএম-এর যুগ্ম-সম্পাদক ডা. মোঃ আলী ইমরান। দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিএএসএম-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ডা. একেএম সালেক, অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, ডা. আখলাক হোসেন খান, ডা. মোঃ তরিকুল ইসলাম।