‘জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার মাস্টার ইনু’

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার মাস্টার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমি জঙ্গিবাদের বিরুদ্ধে খুব বেশি কথা বলতে পারব না। তথ্যমন্ত্রী বিভিন্ন সময়ে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ কথা বলেছন। তাই এ বিষয়ে কথা বলার মাস্টার তিনি।’

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই-সংগ্রাম চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সকল নেতা-কর্মীরা জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাব।পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে ১৪ দল এক হয়ে কাজ করবে।’

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি যে সংলাপের কথা বলছে, তা ২০১৯ সালের জাতীয় নির্বাচনের সংলাপ হবে না। যারা জঙ্গিবাদ ও পাকিস্তানতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।’