
এস,এম মনির হোসেন জীবন : জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে সফটওয়্যার কোম্পানি ওয়াইমি’র ৭ জনসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৪। আজ শনিবার ভোরে রাজধানীর রূপনগর, রাজশাহী, খুলনার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. হেলাল উদ্দিন (২৯), আল আমিন (২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), নাহিদ (৩০), তাজুল ইসলাম (২৭), জাহেদুল্লাহ (২৯), আল মামুন (২০), আল আমিন (২৩) ও টলি নাথ (৪০)।
আজ শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গনমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান। এছাড়া সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি লুৎফর কবীর,র্যাবের আইন ও গনমাধ্যম শাখার ডেপুটি ডিরেক্টর (ডিডি) মেজর মির্জা মেহেদী হাসান, (ডিডি) মেজর রইসুল আযম মনি সহ র্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, স্পেনের আইটি কোম্পানি সিনটেক ও বাংলাদেশের ওয়াইমি একই মালিকের প্রতিষ্ঠান। মালিকের নাম আতাউল হক সবুজ। সে স্পেনে বসবাস করে। তার কোম্পানি সিনটেকের মাধ্যমে ওয়াইমি অর্থ পাঠাতো। যার ৪৭ শতাংশ বেতন ও অবকাঠামোগত কাজে ব্যয় হতো। বাকিটা জঙ্গিবাদে অর্থায়ন হতো। আটকদের মধ্যে ৭জন ওয়াইমির ও বাকিরা অন্য প্রতিষ্ঠানের।
মুফতি মাহমুদ খান প্রেসব্রিফিংয়ে আরও জানান, একই মালিকের দুই প্রতিষ্ঠানে স্পেন ও বাংলাদেশে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একইসঙ্গে অভিযান পরিচালনা করে। স্পেনে আতাউল হক সবুজকেও আটক করা হয়েছে। প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবুজকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সাংবাদিকদেরকে জানান কমান্ডার মুফতি মাহমুদ খান।
সংবাদ সম্মেলনে র্যাব জানান,আইব্যাক নামের একটি সফটওয়্যার কোম্পানি জঙ্গি কর্মকান্ডে অর্থায়ন করে বলে জানিয়েছে (র্যাব)। কোম্পানিটির মালিকের মৃত্যুর পর তার ছোট ভাই আতাউল হক সবুজ স্পেনে বসে জঙ্গিদের অর্থায়ন করছে। এই অভিযোগে স্পেনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে।
কমান্ডার মুফতি মাহমুদ খান প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদেরকে বলেন, আইব্যাক নামের একটি সফটওয়ার কোম্পানি বাংলাদেশ যুক্তরাজ্যসহ পৃথিবীর নয়টি দেশে তাদের ব্যবসা পরিচালনা করতেন। ওই প্রতিষ্ঠানটি জেএমবির সারোয়ার তামীম গ্রুপের বাশারুজ্জামান চকলেটের মাধ্যমে তামীম চৌধুরীকে ৫০ হাজার ইউএস ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা দিতে চেয়েছিল। তখন বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা জেনে ফেলে। এজন্য বাংলাদেশে ও যুক্তরাজ্যে আইব্যাকের কার্যক্রম বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনার পর আতাউল হক সবুজের ভাই সিরিয়ায় গিয়ে মারা যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক হন আতাউল হক সবুজ। পরে তিনি নিরাপদ এলাকা হিসেবে স্পেনে গিয়ে বসবাস শুরু করেন। সেখান থেকে তিনিও জঙ্গিবাদে অর্থায়ন করতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০১৫ সালে সাতজনকে আসামি করে একটি মামলাও হয়েছিল। ওই মামলায় বর্তমানে চারজন আসামি জামিনে বাইরে রয়েছেন। এদের মধ্যে দুইজন গতকাল রাতের অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
সংবাদ সম্মেলনে কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যে ভিত্তিতে র্যাব জানতে পারে যে,বাংলাদেশি এক নাগরিক স্পেনে থেকে জঙ্গি কাজে জড়িত আছে। তারপর বিষটি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে স্পেনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে সেখানেই চিহিৃত করা হয়। পরে আজ বাংলাদেশে যখন অভিযান হচ্ছিল, একই সময় স্পেনে সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতাউল হক সবুজকে গ্রেপ্তার করেছে। সবুজের স্ত্রীও স্পেনে বসবাস করেন। তার বিরুদ্ধেও সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
প্রতিষ্ঠানে কর্মকর্তরা কিভাবে জঙ্গি অর্থায়নে জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মূফতি মাহমুদ খান বলেন, ‘আমরা সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের আটক করেছি। বাকি বিস্তারিত তথ্য অধিকতর তদন্তের পর জানানো হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মূফতি মাহমুদ খান বলেন, দেশে জঙ্গিবাদে কি পরিমান অর্থ এসেছে তার সঠিক কোন হিসেব দিতে পারেনি। তবে, তার পিছনে কার যোগসাজস রয়েছে সেটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচেছ।