জঙ্গিবাদ প্রতিরোধে থিয়েটারই বড় ভূমিকা রাখতে পারে-সংস্কৃতিবিষয়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তরুণ সমাজকে মোটিভেট করে জঙ্গিবাদ প্রতিরোধে থিয়েটারই বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘এশিয়ান থিয়েটার সামিট-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইন্টারন্যাশনাল থিয়েটার অ্যাসোসিয়েশনের (আইয়াটা) উদ্যোগে যৌথভাবে এ সামিটের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। সামিট আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশ বা এশিয়ায় নয়, বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণেই বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশকে এশিয়ার টাইগার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশ যে আসলেই টাইগার জঙ্গিবাদ নির্মূল করে তা প্রমাণ করা হবে।’

গতবছর বাংলাদেশে বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়। সেই ঘটনাগুলো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংস্কৃতির অনেক শক্তি আছে। এ শক্তিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাল হিসেবে আমাদের সকলকে ব্যবহার করতে হবে।’

মন্ত্রিত্ব তার চাকরি উল্লেখ করে আসাদুজ্জামান নূর জানান, ৪০ বছর তিনি মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন, এখনো সে সময়টি তিনি বেশ অনুভব করেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও আইয়াটা এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও সিঙ্গাপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. চাউ সু কং।