জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত শুরু হয়েছে।

 

শনিবার বেলা সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত শুরু হয়।

 

এর আগে ময়নাতদন্তের জন্য ঢামেকের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তবে ময়নাতদন্তে অংশ নিচ্ছেন অধ্যাপক ডা. সোহেল মাহমুদসহ দুজন।

 

ময়নাতদন্ত শেষে নিহত তিন জঙ্গির লাশ ঢামেকের মর্গের মরচুয়ারিতে রাখা হবে।

 

এদিকে নিহত জঙ্গিদের কোনো আত্মীয়স্বজন সকাল থেকে ঢামেকের মর্গে আসেনি।

 

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে নিহতদের লাশ ঢামেকে আনা হয়। প্রাথমিক অবস্থায় নারায়ণগঞ্জে তাদের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়ছিল। কিন্তু পরে ঢাকায় তাদের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত হয়।