‘জঙ্গিবিরোধী কার্যক্রমে মিডিয়ার ইতিবাচক ভূমিকা রয়েছে’

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবিরোধী কার্যক্রমে মিডিয়ার ইতিবাচক ভূমিকা রয়েছে।’

রোববার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে পুলিশ প্রধান আরো বলেন, ‘পুলিশ-সাংবাদিকদের পেশাগত লক্ষ্য এক ও অভিন্ন। উভয়েই জনগণের স্বার্থে, দেশের জন্য কাজ করে। জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জঙ্গি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিকরা নিরলস কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি জঙ্গি দমনে পুলিশের যথেষ্ট অর্জন রয়েছে। জঙ্গিবিরোধী অভিযানে সাংবাদিকরা পুলিশের পাশে ছিলেন। জঙ্গিবিরোধী কার্যক্রমে মিডিয়ার সমর্থনও ছিল।’

মিডিয়ার গুরুত্ব তুলে ধরে শহীদুল হক বলেন, ‘পুলিশ-মিডিয়া সম্পর্ক শুধু আমাদের দেশেই নয়, বিশ্বব্যাপী স্বীকৃত। অতীতের তুলনায় পুলিশ এখন অনেক বেশি জনবান্ধব, মিডিয়াবান্ধব। সাংবাদিকরা এখন পুলিশের কাছে থেকে তথ্য পেয়ে থাকেন।’

এ সময় ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।