জঙ্গিরা কোনো দিনই সফল হবে না-বেনজীর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু নয়, জঙ্গি ও ক্রিমিনালরাই সংখ্যালঘু।

তিনি বলেন, জঙ্গিবাদীরা ইঁদুরের গর্তে লুকিয়ে থেকে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে তাদের বের করে এনে যেকোনো মূল্যে নিশ্চিহ্ন করা হবে।

শনিবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপে আয়োজিত দুর্গাপূজা উৎসবে সপরিবারে পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের বিপথগামী মন্তব্য করে তিনি বলেন, তারা কোনো দিনই সফল হবে না। জনগণের শক্তির কাছে তারা পরাজিত হবেই।

জঙ্গিদের ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বেনজীর বলেন, সুস্থধারায় তারা ফিরে এলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে তাদের পরিবারেরও দায়িত্ব রয়েছে।

চলতি দুর্গা উৎসব প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালনের ব্যাপারে হিন্দু সম্প্রদায়কে তিনি আশ্বস্ত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন র‌্যাব-১১-এর সিও কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মঈনুল হক, আমলাপাড়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও এফবিসিসিআইএর পরিচালক প্রবীর সাহাসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতা।