জঙ্গিরা বসে নেই, তারা আরো হামলা চালাতে পারে

জঙ্গিরা বসে নেই, তারা আরো হামলা চালাতে পারে

ফেনী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা বসে নেই, তারা আরো হামলা চালাতে পারে। জঙ্গিদের ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে জঙ্গি মোকাবেলা করতে হবে।

রোববার দুপুরে ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন ওভারপাস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ঐক্যবদ্ধ নয় বলে তাদের একেক নেতা একেক সুরে কথা বলছেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে ওভারপাস নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএল ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি দুই বছরের কাজ চার বছর চার মাসে মাত্র ৫১ শতাংশ করেছে। তাই কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীকে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্র ও ফেনী পৌসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী।