জঙ্গি আব্দুর রহমানের দুই সহযোগী গ্রেপ্তার

আটক

নিজস্ব প্রতিবেদক : ২৭ লাখ টাকাসহ জঙ্গি অর্থদাতা আব্দুর রহমানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরা হলেন, নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসান।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী থেকে জঙ্গি অর্থদাতা আব্দুর রহমানের দুই সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছে নগদ ২৭ লাখ টাকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি সংশ্লিষ্ট কাজে ব্যয় করার জন্য এ অর্থ তারা নিয়ে যাচ্ছিল।’