
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানায় আত্মঘাতী নারী শাকিরার লাশ শনাক্ত করেছেন তার বাবা শাহে আলম চৌকিদার। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এসে তিনি তার মেয়েকে শনাক্ত করেন।
শুক্রবার ঢামেক হাসপাতাল মর্গ ইনচার্জ মো. সেকান্দর বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে মধ্যবয়সী এক ব্যক্তিকে নিয়ে আসে পুলিশ। আত্মঘাতী ওই নারী জঙ্গির লাশ দেখাতে বলে। ফ্রিজ খোলার পর লাশ দেখে তিনি কিছুক্ষণ নীরব থাকেন। পরে বলেন, ‘লাশটি আমার মেয়ে শাকিরার। এরপর তিনি তার নাতি শিশু সাবিনার কাছে গিয়ে কেঁদে ফেলেন।
মেয়ের ভুলে চাঁদের মতো সুন্দর নাতনি আজ এতিম হলো বলে তিনি আক্ষেপ করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্য এবং নার্সরা তাকে সান্তনা দেন এবং শিশু সাবিনা সুস্থ হয়ে উঠবে বলে তাকে আশ্বস্ত করেন। শিশু সাবিনা তার নানাকে চিনতে পারে। এ সময় সাবিনা বলে আমার মা কোথায়। আমি তার কাছে যেতে চাই। এরপর সে কেদে ওঠে।’
পুলিশ জানায়, শাকিরার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আওয়াজপুর ইউনিয়নের পশ্চিম আওয়াজপুর গ্রামে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে শাকিরা তৃতীয়। কয়েক বছর আগে এইচএসসি পড়ার সময় শাকিরার বিয়ে হয় ইকবালের সঙ্গে। রাজধানীর মোহাম্মদপুরে বছিলায় ছোটখাটো ব্যবসা করতেন ইকবাল। বিয়ের বছরখানেকের মধ্যে সাবিনার জন্ম হয়। তখন ইকবাল ছিলেন ক্যান্সারে আক্রান্ত। মেয়ের জন্মের কয়েক মাসের মাথায় মারা যান ইকবাল। স্বামীর মৃত্যুর পর শাকিরা মেয়েকে নিয়ে ভোলায় ফিরে যাননি। মোহাম্মদপুরে একটি ক্লিনিকে কাজ নেন। গত কোরবানির ঈদের পর সাবিনাকে নিয়ে ভোলায় বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন শাকিরা। তখনও কাউকে জানাননি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। সেখান থেকে ঢাকায় ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আর যোগাযোগ রাখেন নি শাকিরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে আশকোনায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরদিন পুলিশি অভিযানের এক পর্যায়ে শাকিরা আস্তানা থেকে শিশুকে সাথে নিয়ে বেরিয়ে এসে নিজের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন।