জঙ্গি এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই তারা নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার বিকেলে র‌্যাব সদর দপ্তরে নিহত লে. কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘সমন্বয় করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। যাকে যখন প্রয়োজন তাকে তখন ডাকা হয়। চৌকস বাহিনীর সদস্যরা সব সময় সতর্ক অবস্থানেও আছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিলেটের আতিয়া মহলে বোমা বিস্ফোরণের ঘটনা একটি দুর্ঘটনা। জঙ্গিরা আড়ালে-আবডালে থেকে বোমা রেখে গিয়েছিল। পরে তা নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে আজাদ মারা গেছেন।