জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ কাজ করছে

বাগেরহাট প্রতিনিধি : খুলনা রেঞ্জের ডিআইজি মনির উজ জামান বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ কাজ করছে। এ লক্ষে বাগেরহাট জেলায় ১০০ দিনের একটি কর্মসূচি পুলিশ হাতে নিয়েছে।

মঙ্গলাবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মাদক ও জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, সমাজের পেশাজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক প্রচার অভিযান ও অপারেশনমূলক কার্যক্রম পরিচালনা করে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে ২০টি ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।

সমাজের সচেতন মানুষকে দেশকে মাদক ও সন্ত্রাসবাদমুক্ত করতে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করতে আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ আয়োজিত সমাবেশে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. একরামুল হাবীব, মো. হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা পুলিশিং কমিটির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, পুলিশিং কমিটির জেলা মহিলাবিষয়ক সম্পাদক রিজিয়া পারভীন প্রমুখ।

এর আগে ‘মাদককে না বলুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে সমাবেশে মিলিত হয়।