নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ১১ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ২৪ এপ্রিল সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন তিনি।
জেএমবির এই ১১ সদস্য হলেন- আরমান বিন আজাদ, বাবু মুন্সি, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল বাসেদ, মিজানুর রহমান, সুজাত, আজহার আলী ও ফরহাদ হোসেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ নভেম্বর গোপন বৈঠকের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১ জঙ্গিকে আটক করে পুলিশ। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাজাহান মিয়া ওই দিনই মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৯ মার্চ ডিবি পুলিশের পরিদর্শক জহির হোসেন ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।