
জ্যেষ্ঠ প্রতিবেদক : জনগণের টাকা হাতিয়ে নিতেই সরকার নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী গত দু-তিন দিন আগে ঘোষণা করেছেন-আরোও তিনটি ব্যাংকের অনুমোদন দেওয়া হবে। অথচ বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের অর্থনীতির যে পরিসর, তাতে করে চলমান ব্যাংকগুলোই অতিরিক্ত। এর ওপর নতুন ব্যাংকের ঘোষণা মূলত জনগণের টাকা হাতিয়ে নেওয়ারই উদ্যোগ।’
‘সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, দেশের ৯৫ শতাংশ ব্যাংকারই চান না নতুন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত হোক। ভোটারবিহীন সরকার ক্ষমতায় বসার পর দলীয় লোকদের মালিকানায় বেসরকারি খাতে যে ৯টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, সেটি আসলে লুটপাটের সুযোগ করার জন্যই’, বলেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হরিলুট চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘শেয়ার বাজারসহ বিভিন্ন আর্থিকখাতে লুটপাট করে এবার হরিলুট করার জন্য সহজ মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংককে। হরিলুট করতে গিয়ে একের পর এক ব্যাংক ফাঁকা করে ফেলা হচ্ছে। অধিকাংশ ব্যাংক নানা অনিয়ম, জালিয়াতি লুটপাট ও খেলাপি ঋণের কারণে আর্থিক সংকটে রয়েছে। বাকিগুলো নানা সমস্যার ভারে জর্জরিত। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা ও তাদের আত্মীয়স্বজন এ অবস্থার জন্য দায়ী।’
হ্যাকিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ৮০০ কোটি টাকা লুটের তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় এর কঠোর সমালোচনা করেন রিজভী।
‘অর্থমন্ত্রী বার বার তারিখ দিয়ে রহস্যজনক কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেননি। সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, কৃষি ব্যাংকসহ সকল ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট হলেও, এমনকি গণমাধ্যমের বদৌলতে লুটপাটকারীদের নাম প্রকাশ হলেও এখনো পর্যন্ত লুটেরারা অধরা। দুদক তাদের বেলায় নির্বিকার। তাদের ধরবে কেন কারণ তারা তো ক্ষমতাসীনদের শীর্ষ নেতাদেরই লোক।’
রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘জাতিসংঘসহ দেশি ও আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘের ইউএনএইচসিআর’র প্রধান বলেছেন যে, এই চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের বিশেষজ্ঞরাও এটাকে ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।’
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেওয়া শুরু হবে। কিন্তু কবে নাগাদ নেওয়া শেষ হবে তা তিনি বলতে পারছেন না। এ ছাড়া সমঝোতা স্মারকের যে প্রস্তাবগুলো রয়েছে তাও অস্পষ্ট।’
‘কুটনীতিতে বড় অর্জন হলে এখনো প্রতিদিন রোঙ্গিারা লাইন ধরে আসছে কেন? জনমানবহীন ভাসানচরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিলেন কেন? রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ না দেখে আপনারা মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছেন’, বলেন রুহুল কবির রিজভী।