বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐকমত্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
অন্তর্বর্তী সরকারের ১শ’ দিন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ‘আ নিউ এরা ইন বাংলাদেশ? দ্য ফার্স্ট হানড্রেড ডেজ অব রিফর্ম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলসভিত্তিক সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তবর্তী সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষ করে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি বলে জানানো হয়।
প্রতিবেদনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপরও জোর দেয়া হয়। এর পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও সংস্কারও জরুরি বলে জানানো হয়। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানায় আইসিজি।