
নিজস্ব প্রতিবেদক : আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ হয়, আমরা সেটাই চাই দাবি করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের এই মৌলিক অধিকার যেন ভবিষ্যতে যাতে কেউ কখনো আর কেড়ে নিতে না পারে সেটাকে সুরক্ষিত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে যা যা করণীয় আমরা সেটাই করতে চাই।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভার সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। এরপর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে সভা শুরু হয়।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভাবমূর্তি ’৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি নিয়ে এসে আন্তর্জাতিকভাবে দেশকে যেভাবে হেয় করা হয়েছিল। আমরা ক্ষমতায় এসে দেশ ও জাতিকে সেখান থেকে উদ্ধার করেছি। আজকে সারা বিশ্বে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থানে আছে। যেটা আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর অর্জন করেছিলাম।
শেখ হাসিনা বলেন, ‘আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনও যাতে অবাধ নিরপেক্ষ হয়, আমরা সেটাই চাই। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি।
আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে নির্বাচন কমিশনে বিভিন্ন প্রস্তাব গ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের প্রস্তাবে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে ছবিসহ ভোটার তালিকা করতে পেরেছি। এমনকি ইলেকট্রনিক ভোটিং সিস্টেম পৃথিবীর অনেক সভ্য দেশে আছে, সেখানে একজন একটি ভোটই দিতে পারবে। সেই ব্যবস্থাটাও যাতে হয় আমরা সেই প্রস্তাবও দিয়েছি এবং পরীক্ষামূলকভাবে কিছু কিছু ইলেকশন হয়েছে। তখন দেখা গেছে মানুষ ভোট দিতে পারে। সেই সিস্টেমও যদি আসে আমরা সেটাকেও চাই। অন্তত মানুষ তার ভোটের অধিকার পাক। আমাদের আওয়ামী লীগের একটা কথা, মানুষ তার ভোটের অধিকার, যেটা তার সাংবিধানিক অধিকার, যেটা তার মৌলিক অধিকার, সেটা সে প্রয়োগ করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, শঙ্কাহীনভাবে।
তিনি বলেন, সেই ব্যবস্থাটি যদি আমরা করতে পারি, স্বাভাবিকভাবে সবার কাছে একটা স্বচ্ছতা, জবাবদিহিতা থাকবে এবং মানুষের অধিকারটা পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা চাই।
আওয়ামী লীগ সরকারে মেয়াদে বিভিন্ন উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী জয়লাভের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীও জয়লাভ করেছে। চারটি সিটি করপোরেশন নির্বাচনেই বিএনপি জয়লাভ করল, আমরা তো বাধা দেইনি। আমরা তো রেজাল্ট বদলায়নি। আমরা কখনো কোনো মানুষের ওপর জুলুম করিনি। যার যা ইচ্ছা, স্বাধীনভাবে সে যাকে চাইবে তাকেই পছন্দ করবে, ঠিক সেই কাজটিই আমরা করতে চাই।
নির্বাচন কমিশন সব দলের সঙ্গে আলোচনা করবে, আমরা নিশ্চয়ই সেই আলোচনায় যাব উল্লেখ করে আজকের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে বেশকিছু ড্রাফট এবং অনেক কিছু পাওয়া গেছে, সময় সময় সেগুলো আমি নিজেও দেখেছি এবং সেটা আমরা এখানে উপস্থাপনও করব এবং সবার মতামত চাইব। আর সেখানে আমরা কী কী বলব, আমরা এখানে বসে তৈরি করব। আজকে সেজন্যই এই উদ্দেশ্যেই এখানে ডাকা।
আগামী নির্বাচনেও দলের লক্ষ্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের ভিত্তিটা আরো মজবুত করা এবং জনগণের এই মৌলিক অধিকার ভবিষ্যতে যাতে কেউ কখনো আর কেড়ে নিতে না পারে সেটাকে সুরক্ষিত করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া- এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সে লক্ষ্যটাই বাস্তবায়নের জন্য আমাদের যা যা প্রস্তাব, যা যা করণীয় সেটা আমরা করতে চাই।
তিনি আরো বলেন, আমি চেয়েছি, আমরা সবাই বসে আলোচনা করলে তাহলে ভালভাবে আমাদের একটা টিমও তৈরি করা যাবে। তারা যাবেন, আমাদের প্রস্তাবগুলো দেবেন এবং আলোচনা করবেন। শেখ হাসিনা বলেন, আমাদের একটাই কথা, জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যে গণতান্ত্রিক অধিকারটা মানুষ ভোগ করছে। অন্তত আমাদের সরকারের আমলে যতগুলো স্থানীয় সরকার নির্বাচনসহ উপ-নির্বাচন হয়েছে তার সবগুলোতেই কিন্তু খুব স্বচ্ছভাবে হয়েছে। সেখানে যে দলেই জিতেছে, সেই দলই স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছে। কাজেই সেভাবে একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, তার প্রক্রিয়াটার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। সে বিষয়েই আমি এখানে আজকে আলোচনা করব।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।
ইতোমধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা জানি যে, পদ্মা সেতু আজকে দৃশ্যমান, এটাও আমাদের বড় একটা অর্জন।