জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখল করতেই খালেদা জিয়াকে জেলে রেখেছে

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখল করতেই খালেদা জিয়াকে জেলে রেখেছে সরকার।

আমির খসরু বলেন, সরকার অস্থিরতা সৃষ্টি করে জনমনে ভীতির সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে।

তিনি বলেন, খালেদা জিয়া কি কারণে জেলে তা জনগণ জানে। বিশ্ববাসী জানে কোন কারণে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধা দেওয়া হচ্ছে। এ সবকিছুই হলো জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের ষড়যন্ত্র।

তিনি আরো বলেন, সরকারের এসব ষড়যন্ত্রের পেছনে গণতন্ত্রভীতি কাজ করছে। আর এই গণতন্ত্র ভীতি থেকেই সরকার জনগণের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা শেষ করে দিয়েছে। শান্তিপূর্ণ রাজনীতির কথা শুনলে তারা ভীত হয়ে যায়। তাদের রাজনীতি হলো ভীতির রাজনীতি। জনগণকে ভয়ে রেখে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তাদের স্বপ্নপূরণ হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন-গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ প্রমুখ।