জনগণ আমাকে যোগ্য মনে না করলে ভোট দিত না: হিরো আলম

সিপিবিডি নিউজ ডেস্কঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিকাল ৩টার দিকে কেন্দ্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় তাৎক্ষণিক তাকে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নেওয়া হয়।

এ আসনে নির্বাচনের আগে বগুড়া-৪ এবং বগুড়া-৬ দুই আসনে নির্বাচন করেছিলেন তিনি। তিনটি আসনেই নির্বাচনে পরাজিত হয়েছেন। পাশাপাশি সামজিকমাধ্যমে নিয়মিত অভিনয় এবং গান গেয়ে প্রকাশ করার জন্য সমালোচিত হয়ে থাকেন হিরো আলম।

এদিকে সোমবার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হওয়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন হিরো আলম। প্রশ্ন উঠে, সবখানেই কেন বিতর্কিত হচ্ছেন তিনি? কেবলই কি আলোচনায় থাকার জন্য ধারাবাহিকভাবে অভিনয়-সংগীত-রাজনীতিতে আসছেন?

হিরো আলম বলেন, অভিনয়ে নিজেকে আমি ১০-এ জিরো দেব। কারণ আমার অভিনয় আরও শিখতে হবে। গায়ক হিসেবেও জিরো দেব। কারণ আমি পেশাদার কোনো গায়ক নই। কোনোদিকে আমাকে পারফেক্ট মনে হবে না এই জন্য যে, আমাকে কেউ কখনো শিক্ষা দেয়নি, আমাকে কেউ তৈরি করেনি। আমি নিজে নিজেই তৈরি হয়েছি। এ কারণে নিজেকে এখনো ১০ দিতে পারছি না। যেদিন দর্শক আমাকে ১০ দেবে, সেদিন নেব।

এ সময় রাজনীতি প্রসঙ্গে হিরো আলমের কাছে জানতে চাওয়া হয়। নেতা হিসেবে নিজেকে ১০-এ কত দেবেন প্রশ্ন করলে জবাবে হিরো আলম বলেন, এখনো নেতা তৈরি হতে পারিনি। জনগণ যদি মনে করে আমি নেতা হিসেবে তৈরি হতে পারব, তখন নিজেকে নেতা মনে করব।

হিরো আলম অভিনয়-সংগীত-রাজনীতিসহ সবক্ষেত্রেই নিজেকে শূন্য নম্বর দেন। নিজেই নিজেকে নম্বরের তালিকায় শূন্যের কোঠায় রেখে ধারাবাহিকভাবে অভিনয়-সংগীত-রাজনীতি করা নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক। তাহলে কি তিনি এটা স্পষ্ট বুঝতে পেরেছেন বেসুরো কণ্ঠে গান করলে ভিউ-শেয়ার বেশি হয়।

হিরো আলম বলেন, না। আমি নিজেকে জিরো বললেও জনগণ জানে আমি হিরো। কারণ আমার প্রতিটি কাজই সংগ্রামের। আমি নিজেকে কখনো হিরো দাবি করব না, দশ দেব না। জনগণ দশ দিলে তবেই। আমি নিজেকে ছোট মনে করতে সবসময় পছন্দ করি। আমার যদি জনপ্রিয়তা না থাকতো, আমি যদি হিরো না হয়ে থাকি তাহলে জনগণ টিকিট কেটে আমার সিনেমা দেখত না। আমার দশটি গান যদি বেসুরো হয়, এর মধ্যে একটি গান হলেও সুরেলা কণ্ঠে আছে।

তিনি আরও বলেন, জনগণ আমাকে এমপি হওয়ার যোগ্য মনে না করলে সাপোর্ট দিত না, ভোট দিত না। সবখানে আমি দশে দশই পাচ্ছি। কিন্তু আমি নিজে নিজেকে জিরো দিচ্ছি। কিন্তু জনগণ আমাকে দশই দিচ্ছে।