নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশ জনগণকে সাথে নিয়ে কাজ করবে। জনগণ পুলিশকে সহায়তা করছে। এভাবে জনগণ সহায়তা করলে এ দেশ থেকে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে।’
রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান আরো বলেন, ‘পুলিশের দল মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী সফল অভিযান চালিয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
শুক্রবার রাতে রূপনগরের একটি বাসায় জঙ্গিবিরোধী অভিযানকালে আহত হন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম এবং ওসি (তদন্ত) শাহীন ফকিরসহ তিন পুলিশ কর্মকর্তা। পুলিশের গুলিতে মারা যায় এক জঙ্গি।
রোরবার স্কয়ার হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে যান পুলিশের মহাপরিদর্শক। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান।