
এ আর মজিদ শরিফ: আব্দুল্লাহ্পুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত হাইওয়ে রোডের দুই পাশ হকারদের দখলে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকান-পাঠ, ঘটছে জনসাধারণের চলাফেরার বেঘাত; শুধু তাই নয় সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় জ্যামজট। বিশ্বস্থ সূত্রে জানা যায়, এই সমস্ত হকারদের অবৈধ দখলকে কেন্দ্র করে চাঁদা হিসেবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিছু স্বার্থ লোভী মহল। আরো বিস্তারিত আসছে; চলছে আমাদের অনুসন্ধান, চোখ রাখুন আমাদের ক্রাইম পেট্রোল বিডিতে।
আমাদের ওয়েব-সাইট ভিজিট করতে নিচের লিংকে প্রবেশ করুন ঃ www.crimepatrolbd.com