
নিজস্ব প্রতিবেদক : শ্রম আইনে দায়ের করা মামলায় দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ্ খান ও ব্যবস্থাপক (জিএম) বিশু কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বুধবার দিবাগত রাতে পত্রিকাটির নিজস্ব কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শ্রম আইনে একই পত্রিকার একজন সাংবাদিক এ মামলা করেন। গ্রেপ্তারকৃতদের শ্রম আদালতে পাঠানো হবে।’