সচিবালয় প্রতিবেদক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসে সাক্ষাৎ করেন।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমে ফ্রান্সের সহযোগিতা চান। পাশাপাশি জনপ্রশাসনে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও দাপ্তরিক কাজে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও নির্দেশনার বিষয়ে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ফ্রান্সের ন্যাশনাল স্কুল অফ প্রশাসনে কর্মকর্তাদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বৃত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। ফ্রান্সের রাষ্ট্রদূত কর্মকর্তাদের ন্যাশনাল স্কুল অফ প্রশাসন ও ঢাকায় ফ্রান্সের ভাষা শেখানোর বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।