
বিনোদন ডেস্ক : মুমতাহিনা চৌধুরী টয়া। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম তিনি। স্নিগ্ধ রূপের সৌন্দর্য আর অভিনয় গুণে বর্তমান প্রজন্মের কাছে প্রিয় মুখ এই অভিনেত্রী।
শোবিজে পা রাখার পর একটি মুঠোফোনের বিজ্ঞাপনে কাজ করে সবার নজর কাড়েন টয়া। বেশ কিছু জনপ্রিয় নাটক, টেলিফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কিছুদিন আগে ‘লোকাল বাস’ শিরোনামের একটি গানে মডেল হয়ে পুনরায় আলোচনায় আসেন টয়া।
এছাড়া সামাজিক অসঙ্গতি নিয়ে কথা বলেও আলোচনার জন্ম দিয়েছেন টয়া। সম্প্রতি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী। বর্তমানে টেলিভিশন নাটক এবং টেলিফিল্মের কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।