জনপ্রিয় সেই ডাইলক

বিনোদন ডেস্ক : শুধু ভালো গল্প, পরিচালনা বা অভিনয় নয়, সংলাপ বলেও দর্শক মন জিতে নিয়েছেন কেউ কেউ। সিনেমার অনেক সংলাপ আছে যা দর্শকের মুখে মুখে ফেরে। যেমন ধরুন, ‘শোলে’র আমজাদ খানের সেই সংলাপ- কিতনে আদমি থে?

ভোলা যায় সেই দৃশ্যের কথা! নায়ক নন, তিনি খলনায়ক, অথচ এই একটি সংলাপ দিয়েই তিনি যেন নায়ক হয়ে গেলেন। তার ক্যারিয়ারে যোগ হলো ভিন্ন মাত্রা। ‘তেরা কেয়া হোগা কালিয়া?’ তার কণ্ঠে পেল চিরকালীন জনপ্রিয়তা। গব্বর সিংয়ের মুখে এই সংলাপ ১৯৭৫ সাল থেকে এখনও অন্যতম সেরা সংলাপ বলে বিবেচনা করা হয়। শোলের আগে আর কোনো ভিলেন এতটা জনপ্রিয় হননি। আর এরপর থেকে আমজাদ খান মানেই হিট ডায়লগ! তারপরেই শুরু হয় অমরেশ পুরির যুগ। তার কণ্ঠে ‘মিস্টার ইন্ডিয়া’র সেই ডায়লগ- মোগাম্বো খুশ হুয়া আজও দর্শক ভোলেনি।

আসুন অমিতাভ বচ্চনের কথায়। তাকে কোনো একটা সংলাপের মধ্যে সীমাবদ্ধ করে রাখা সম্ভব নয়। তার সংলাপে হলের মধ্যেই হাততালির ঝড় বয়ে যায়। তিনি যখন বলেন, ‘রিস্তেপে তুমহারি বাপ লাগতিহু, লোগ বলে শাহেনশাহ’ তখন নড়েচড়ে বসেন দর্শক। কারণ তারা জানে এতক্ষণ ধরে যা চাচ্ছিল পর্দায় এখন তাই ঘটবে। রামধোলাই হবে ভিলেন!

অমিতাভের অনেক সংলাপ মনের ঘরে যেন সোজা ছুড়ি বসিয়ে দেয়। তিনি যখন শশীকাপুরকে বলেন ‘মেরে পাস মা হ্যায়, তুমহারে পাস?’ তখন চোখে পানি চলে আসে। আবার ‘জিসনে মেরে বাপ কো চোর কাহাথা, পেহলে উসকো সাইন লে আও’ মুখে হাসি ফোটায়, মনে রাগও জমে। অমিতাভ এখনও সংলাপে অনবদ্য। ‘পিংক’ এ সময়ের জনপ্রিয় সিনেমা। সেখানে অমিতাভ বচ্চন যখন উচ্চারণ করেন- ‘নো, নো কা মতলব নো হি হোতা হ্যায়’ তখন আদালতে বসা জর্জ সাহেবও সত্য উপলব্ধি না করে পারেন না।

সালমান খান আবার একটু কম কথার মানুষ। সেই সল্লু বাবার বাণীতেও কুপোকাত অনেক তরুণ-তরুণী। ‘মুঝ পর এক এহসান করনা কি মুঝ পর কোই এহসান না করনা’ সালমান খানের এই সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পায়। বন্ধুদের মধ্যে রসিকতা করে অনেকেই এই সংলাপ বলেন। সেই অর্থে তার এই সংলাপ মৌলিকই বলা যায়।

রাজেশ খান্না চলে গেছেন। রুপালি পর্দায় রয়ে গেছে তার অসংখ্য স্মৃতি। আনন্দ সিনেমায় ‘বাবুমশাই, জিন্দেগি অউর মৌত সব উপরওয়ালেকে হাথ মে হ্যায়’ এই একটি সংলাপেই তিনি সবার মন জয় করে নিয়েছিলেন। তার কণ্ঠে ‘বাবুমশাই’ হয়ে উঠেছিল তারই আরেক স্বরূপ। মরণ ক্যানসারে আক্রান্ত রাজেশ খান্নার এই ডায়লগ এখনও বলিউডে ক্লাসিক ডায়লগের সম্মান পায়।

শাহরুখ খানের সেরা সংলাপ কোনটি এ নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। জীবনের শেষে আসলে সবই ঠিক হয়ে যায়- এই সহজ সত্য আমরা তার মুখ থেকেই শুনেছিলাম। ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে তার সংলাপ- ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’ সেরা সংলাপের মধ্যেই থাকবে। এই সংলাপের একটা বিশেষত্ব আছে। তা হলো, এই সংলাপের মাধ্যমে অনেক দর্শকের মনে বিশ্বাস জন্মায় যে, জীবনে যা হয় সব ভালোই হয়। না হলে সেটা দি এন্ড হয় না।

এরপর ধরুন কাজলের কথাই বলি, তিনি যখন চোখের জল আড়াল করে বলেন, ‘কুছ কুছ হোতা হে রাহুল, তুম নেহি সমঝোগে’ এটাও কিন্তু সেরা সংলাপের একটি। মনে করে দেখুন ‘কুছ কুছ হোতা হে’ ছবিটির কথা। আর কিছু বলার প্রয়োজন নেই বোধ হয়।