বিশেষ প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে মতিঝিলে গুলিবিদ্ধ কাউন্সিলর প্রার্থী ওসমান হাদীকে লক্ষ্য করে হামলার ঘটনায় নতুন তথ্য মিলেছে। পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ এবং হাদীর জনসংযোগ কার্যক্রমের কিছু ছবি বিশ্লেষণ করে দেখা গেছে-বাইকে চড়ে গুলি চালানোর ঘটনায় যাদের দেখা গেছে, তাঁদের পোশাক হাদীর দিনের বেলায় করা নির্বাচনী প্রচারণাতেও দেখা গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই হামলাকারীর একজন কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি প্যান্ট পরেছিলেন। অন্যজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক ও চোখে চশমা। পায়ে চামড়ার রঙের জুতা।হাদীর জনসংযোগ দলের দেওয়া দুইটি ছবিতেও একই ধরনের পোশাক পরা দুজনকে দেখা গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় নিশ্চিত করেনি।
এদিকে হাদীর সাম্প্রতিক প্রচারণায় দেখা এক ব্যক্তিকে নিয়ে আলোচনার জন্ম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু পোস্টে দাবি করা হয়েছে-মাস্ক পরা ওই ব্যক্তি ঢাকার আদাবর থানার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল। স্থানীয় কয়েকজন বাসিন্দা ছবির ব্যক্তিকে ফয়সাল বলে শনাক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
দুই সপ্তাহ আগে ফয়সাল ও আরও দুই যুবক হাদীর প্রচারণায় যুক্ত হয়েছিলেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি অনানুষ্ঠানিক সূত্র। হাদী গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ফয়সালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য এসেছে। এই ঘটনায় ফয়সালকে সন্দেহভাজন হিসেবে তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অতিরিক্ত ছবি ও ভিডিও সংগ্রহের কাজ চলছে।


