
সংবাদদাতা: জনস্বাস্থ্য সুরক্ষায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের (Directorate General of Drug Administration – DGDA) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, প্রতিষ্ঠানটির দায়িত্ব পালনে গুরুতর উদাসীনতার চিত্র উঠে আসছে। দেশের ঔষধের মান, নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ন্ত্রণকারী এই প্রধান সংস্থাটির মূল কাজ হলো বাংলাদেশ ঔষধ আইন ও নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা এবং জনস্বাস্থ্যকে সুরক্ষা দেওয়া। তবে মাঠপর্যায়ের অনুসন্ধানে এর বিপরীত চিত্রই পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে ফেলে দিচ্ছে চরম ঝুঁকির মুখে।
DGDA-এর মূল কাজ এবং নিয়ন্ত্রণের ব্যর্থতা
DGDA-এর প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:
•ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স প্রদান।
•নতুন ঔষধের অনুমোদন দেওয়া।
•ঔষধের মান, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা।
•ঔষধের বিরূপ প্রতিক্রিয়া (Adverse Drug Reaction) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।
অনুসন্ধানে দেখা গেছে, বিদ্যমান ঔষধ আইন ও সরকারি নীতিমালা প্রয়োগ করে ঔষধ নিয়ন্ত্রণ করে রাখার যে দায়িত্ব অধিদপ্তরের, সেখানে ব্যাপক শৈথিল্য রয়েছে।
১. অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত ঔষধ বিক্রি
বর্তমানে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপন দিয়ে একশ্রেণির অসাধু ব্যক্তিরা বিভিন্ন রোগের ঔষধ দেদারসে বিক্রি করছে। এগুলোর কোনো সরকারি অনুমোদন নেই, এমনকি এদের প্রস্তুতকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম-ঠিকানা খুঁজে পাওয়াও কঠিন। জনসাধারণের কাছে এসব ভেজাল বা মানহীন ঔষধ সহজলভ্য হয়ে যাওয়ায় জনস্বাস্থ্য সরাসরি হুমকির মুখে। অথচ DGDA-এর পক্ষ থেকে এই অনলাইন নৈরাজ্য বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
২. ফার্মেসিতে অদক্ষ জনবল ও নীতিমালার লঙ্ঘন
ফার্মেসি পরিচালনার জন্য সরকারের সুস্পষ্ট নীতিমালা রয়েছে। নিয়ম অনুযায়ী, একটি ফার্মেসি নিবন্ধনের জন্য ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স এবং একজন যোগ্য ফার্মাসিস্টের সনদ থাকা আবশ্যিক। ফার্মেসিতে অবশ্যই একজন নিবন্ধিত ফার্মাসিস্ট দ্বারা ঔষধ বিক্রি ও পরামর্শ দেওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায়, অসংখ্য ফার্মেসি অদক্ষ ও অনভিজ্ঞ লোক দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ঔষধের ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া বা সঠিক ব্যবহার সম্পর্কে সামান্যই জ্ঞান রাখে। DGDA-এর দুর্বল তদারকি ব্যবস্থার কারণেই এই গুরুত্বপূর্ণ নীতিমালাটি উপেক্ষিত হচ্ছে।
সাম্প্রতিক এক অনুসন্ধানে দেখা গেছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মাঠপর্যায়ের কাজকর্মে অধিদপ্তরের বাইরের একজন ব্যক্তি যুক্ত থাকছেন। গত কয়েক দিন আগে অধিদপ্তরের দায়িত্বশীল একটি পরিদর্শনের সময় মনির নামের একজন ব্যক্তিকে কাজ করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা নন, বরং তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটির (BCDS) একজন সদস্য।
একটি সরকারি নিয়ন্ত্রণকারী সংস্থার কার্যক্রমে বাইরের সংগঠনের সদস্যের এই ধরনের উপস্থিতি স্বার্থের সংঘাত (Conflict of Interest) এবং দায়িত্বের অপব্যবহারের গুরুতর প্রশ্ন তোলে। যদি অধিদপ্তরের নিজেদের লোকবলের ঘাটতি বা তদারকির দুর্বলতা থাকে, তবে তা স্বচ্ছতার সঙ্গে মোকাবিলা না করে বাইরের প্রভাবশালীদের দিয়ে কাজ করানো জনমনে আস্থাহীনতা সৃষ্টি করছে।ঔষধ প্রশাসন অধিদপ্তরের এমন উদাসীনতা ও নিয়ন্ত্রণহীনতার পরিণতি সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। যদি ঔষধ নিয়ন্ত্রণের মূল ভিত্তিই নড়বড়ে হয়, তবে নিম্নমানের, ভেজাল বা অপ্রয়োজনীয় ঔষধ গ্রহণ করে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে।
জনস্বাস্থ্য রক্ষায় DGDA-কে অবিলম্বে তাদের তদারকি ব্যবস্থা ঢেলে সাজানো, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারি বাড়ানো এবং ফার্মেসিতে ঔষধ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা অত্যাবশ্যক।