জন্মদিনে প্রকাশ পেল আলিয়ার নতুন লুক

আলিয়ার জন্মদিনে রিটার্ন গিফট পেলো ভক্তরা। জন্মদিনে দিন ‘সীতা’ হয়ে সামনে এলেন আলিয়া ভট্ট। জন্মদিনেই যে সীতা রূপে সামনে আসবেন, সেকথা আগেই জানিয়ে রেখেছিলেন নায়িকা।

আজ ঘড়ির কাঁটা ১১টা পেরতেই প্রকাশ পেলো তার নতুন লুক। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ফার্স্ট লুকে মুগ্ধ করলেন নায়িকা। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ থেকে ‘সীতা’ হয়ে তাক লাগিয়ে দিলো ভক্তদের।

আলিয়ার পরনে সোনালি পাড়ের সবুজ শাড়ি, লাল ব্লাউজ। মাথায় এক ঢাল ঢেউ খেলানো চুল। চোখে বিষণ্ণতা। কপালে লাল টিপ, হালকা গয়নায় রাজামৌলির ভাবনার নায়িকা হয়ে উঠেছেন আলিয়া।