জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি ও রোহিঙ্গা সমস্যা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়ান স্টাডি সার্কেল-জবির পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বির আহমেদ ও আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির সদস্য ড. সিনহা এম এ সাঈদ বক্তব্য দেন।
সেমিনারে ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি : একটি পর্যবেক্ষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপক কুমার বিশ্বাস এবং রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা : ট্র্যাডিশনাল ও নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমীরা সুলতানা।