জবি কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার সম্পাদক শরিফুল

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ২০১৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আনোয়ার হোসেন সভাপতি এবং শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলানয়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহসভাপতি পদে মো. তুহিনুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবদুল জলিল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মশিউর রহমান, ক্রীড়া, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে পংকজ কুমার বেপারী, প্রচার সম্পাদক পদে আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে রায়হান উদ্দিন রুহানী, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফাহিমা আক্তার নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নাফিউর রহমান, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর বেপারী, ইমাম মুহাম্মাদ আনোয়ার হোসাইন এবং লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জিয়াদুর রহমান প্রধান নির্বাচন কমিশনার এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ ইমরান হোসেন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার সহকারী মো. আবুল কালাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।